স্বদেশ জুড়ে ডেস্ক: সাভারে ট্যাজেডি ঘটনায় পরিস্তিতি পর্যবেক্ষনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক গিলবার্ট হং বোর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১ মে ঢাকা সফর করবে। দলটি চার দিন ঢাকায় অবস্থান করবে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সাভারের ভবনধসের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। একই সঙ্গে তাঁরা বিজিএমইএ, বিকেএমইএসহ পোশাকশিল্পের মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। সোমবার মতিঝিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ এমপ্লোয়ার ফেডারেশন (বিইএফ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভারে সংগঠিত ভবন ধ্বসের ঘটনা এতটাই মর্মান্তিক যে, বাংলাদেশে কোনো কারখানায় দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আইএলওর উপমহাপরিচালক পর্যায়ের কোনো কর্মকর্তার এইটাই হবে প্রথম সফর।
Leave a Reply