দুনিয়া জুড়ে ডেস্ক: ব্রিটেনে এইচএসবিসি কতৃপক্ষ তাদের ১,১০০ জন কর্মকর্তা কর্মচারীর চাকুরী ছাটাই করতে যাচ্ছে। ব্যাংকটির তিন বছর মেয়াদী রিভাইভাল পরিকল্পনার আওতায় আরো ছাটাইয়ের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ছাটাইয়ের ফলে মোট ৩,১৬৬ টি পদ আক্রান্ত হবে। তবে এদের মধ্য থেকে ২ হাজারেরও বেশিজনকে অন্যত্র পুনর্নিয়োগ করায় সবমিলিয়ে চাকুরি হারাবে ১,১৪৯ জন।
প্রসঙ্গত, ব্রিটেনে এইচএসবিসির প্রায় ৪৭,০০০ লোক কাজ করছেন করেছে। এর আগেও গত বছর ব্যাংকটি আরো প্রায় ২,২০০ চাকুরি ছাটাই করেছিল। ক্রমান্বয়ে এই চাটাইয়ের সংখ্যা কেবল বেড়েই চলেছে।
Leave a Reply