স্বদেশ জুড়ে: শেষ পর্যন্ত রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হল কুষ্টিয়ার শাহীনা আক্তারের প্রাণহীন নিথর দেহ যাকে জীবিত উদ্ধারের জন্য রোববার দিনভর চেষ্টা চালিয়েছেন উদ্ধারকর্মীরা। বিকেল সোয়া চারটার দিকে শাহীনার মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। তার কপালে ডান দিকে ক্ষতচিহ্ন আছে। তবে আগুনে পুড়ে তিনি মারা যাননি। শাহীনাকে জীবিত উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার রাতে উদ্ধার অভিযানে ভারী সরঞ্জাম ব্যবহার করা শুরু হয়। শাহীনা উদ্ধারকর্মীদের বলেছিলেন তার বাড়ি কুষ্টিয়া। তার একটি শিশু সন্তান আছে।
রোববার দুপুর থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত পোশাককর্মী শাহীনাকে জীবিত উদ্ধারের চেষ্টা চলে। কিন্তু তার একেবারে কাছাকাছি চলে যাওয়ার পর রড কাটার সময় স্ফূলিঙ্গ থেকে আগুন ধরে যায়। সরে আসতে বাধ্য হয় উদ্ধারকর্মীরা। সেখানে উদ্ধার অভিযানে থাকা এক দমকলকর্মী বেরিয়ে আসার সময় কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, তারা শাহীনাকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন। শাহীনার মৃতদেহ নেয়া হয়েছে অধরচন্দ্র বিদ্যালয়ে।
Leave a Reply