বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৬

বাংলাদেশ প্রত্যাখ্যান করলো বিদেশি সহায়তা

বাংলাদেশ প্রত্যাখ্যান করলো বিদেশি সহায়তা

/ ১২১
প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

সাভারের ভবন ধসে ব্যাপক প্রানহানির ঘটনার পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার লক্ষে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা প্রস্তাব ফিরিয়ে দেয়া হয় সরকারের পক্ষ থেকে। জাতীয় অহংকার ভুলুন্ঠিত হওয়ার আশংকায় বিদেশীদের সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাংলাদেশ সরকার। রবিবার প্রকাশিত বৃটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

তারা জানায়, পাহাড়সম ধ্বংস্তুপের মধ্যে ৩৮১জন নিহত এবং কয়েক হাজার মানুষ আটকে পড়ার ঘটনায় সাধারণ স্বেচ্ছাসেবক এবং অপ্রতুল যন্ত্রপাতি উদ্ধারকাজে ব্যবহৃত হওয়ায় জাতিসংঘের মাধ্যমে বৃটেনসহ কয়েকটি দেশ সাহায্যের আবেদন জানায়। পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় জাতীয় মর্যাদা নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্ধার সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানানো হয় পত্রিকাটিতে।

বিশেষ এই প্রতিবেদনে বরাতে আরো জানানো হয়, সাভারের ভবন ধস পরবর্তী সময়ে জাতিসংঘ বিভিন্ন পশ্চিমা দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠকের আয়োজন করে। বাংলাদেশ ভয়াবহ এই দুর্যোগে উদ্ধার তৎপরতা চালাতে সক্ষম নয় বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।  বৃটেনসহ বিভিন্ন দেশের প্রশিক্ষিত উদ্ধারকর্মী এবং ভারী যন্ত্রপাতি পাঠিয়ে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানানো হয় বৈঠকের পর-পরই।

এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভাষ্য জানতে যোগাযোগ করা হয় সহকারী পররাষ্ট্র সচিব মোস্তফা কামালের সাথে। তিনি বলেন, এটা সত্য যে, বিদেশী অনেক দেশ আমাদের সাভারের ঘটনায় সহযোগিতা করতে চেয়েছিল। তবে আমরা যেহেতু উপর থেকে কোন নির্দেশ পাইনি তাই তাদের আগ্রহে আমরা সাড়া দিতে পারিনি। বিদেশীদের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় বলেও জানান এই সহকারী পররাষ্ট্র সচিব।

সূত্র: বৃটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023