পুলিশের দায়ের করা মামলায় স্প্যানিশ নাগরিক ডেভিড মেয়রকে খুঁজছে বাংলাদেশের পুলিশ। সাভারে ধসে যাওয়া ভবন রানা প্লাজায় থাকা যৌথ মালিকানার ফ্যান্টম টেক এপারেলস-এর ব্যবস্থাপনা পরিচালক এ বিদেশী ব্যবসায়ী ডেভিড। এ স্প্যানিশ ব্যবসায়ীর বিরুদ্ধে অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে। ভবনে ফাটলের পরও শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বেঁচে যাওয়া শ্রমিকরা এ অভিযোগ করার পরই মামলা দায়ের করা হয়।
ডেভিড মেয়র এখন কোথায় আছেন তা জানা যায়নি। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তার পাঁচ বছর জেল হতে পারে। পুলিশের দায়ের করা মামলায় ডেভিড মেয়র চার নম্বর অভিযুক্ত। তার ব্যবসায়িক পার্টনার প্যানথম টেক এপারেলস এর চেয়ারম্যান আমিনুল ইসলামকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
২০০৯ সালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়র বলেছিলেন, তিনি প্রত্যন্ত অঞ্চলে নারীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন। তিনি এও দাবি করেছিলেন, তার গ্রুপ নৈতিকতা বজায় রেখে কাজ করে। তার কথা ছিল, আমার একটি ফ্যাক্টরি আছে। প্রতিটি পয়সাই গুরুত্বপূর্ণ। আমরা কোন এনজিও নই কিন্তু আমাদের কিছু সামাজিক উদ্যোগও রয়েছে।
সূত্র: সংবাদ সংস্থা এএফপি’র
Leave a Reply