শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৫

অল্পের জন্য রক্ষা সিরীয় প্রধানমন্ত্রীর

অল্পের জন্য রক্ষা সিরীয় প্রধানমন্ত্রীর

দুনিয়া জুড়ে ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরের অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সিসিয়ান প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরের ওপর বোমা হামলাটি চালায় বিদ্রোহীরা। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের লক্ষ্য করে বিদ্রোহীরা একের পর এক পরিকল্পিত হামলা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে হালকি ততোটা ক্ষমতাশালী নন। তার ক্ষমতা সীমাবদ্ধ হওয়া সত্ত্বেও সরকারি বাহিনীর কর্তৃত্বের প্রতীক হিসেবে তাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে চেয়েছিল বিদ্রোহীরা। গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাবের স্থলাভিষিক্ত হয়েছিলেন হালকি। সিরিয়ার আল-মেজে জেলায় সকাল ৯টার দিকে এ হামলা পরিচালিত হয়। হালকির গাড়িবহরে থাকা এক ব্যক্তি ও ৫ পথচারী এতে নিহত হয়েছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে এক বোমা হামলায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আহত হয়েছিলেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024