প্রযুক্তি আকাশ: এই জুনেই দেখা মিলবে চিপ জায়ান্ট ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর হ্যাশওয়েল। ইনটেলের ওয়েবসাইটের বরাত দিয়ে জানা যায়, আগামী ৩ জুন হ্যাশওয়েল চিপ লঞ্চ করার ঘোষণা দিয়েছে ইনটেল।
নতুন হ্যাশওয়েল প্রসেসরগুলো চালাতে কম বিদ্যুৎ খরচ হবে বলে দাবি করেছে ইনটেল। পাশাপাশি প্রসেসরগুলোর গ্রাফিক্স পারফরমেন্সও তৃতীয় প্রজন্মের প্রসেসরগুলোর থেকে ভালো হবে, এমন দাবিও করেছে প্রতিষ্ঠানটি। টেক বোদ্ধারা মনে করছেন, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং হাইব্রিড কম্পিউটারগুলোতে ব্যাপক ব্যবহার হবে হ্যাশওয়েল চিপের।
হ্যাশওয়েল ছাড়াও ‘বে ট্রেইল’ নামে নতুন প্রজন্মের অ্যাটম প্রসেসর নিয়ে কাজ করছে ইনটেল। ২০১৩ সালের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে বে ট্রেইল প্রসেসরের। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ৩ জুন, টাইম জোনের পার্থক্যের কারণে তাইওয়ানে তখন হবে ৪ জুন। সে সময় তাইওয়ানে অনুষ্ঠিত হবে বার্ষিক পিসি ট্রেডশো ‘কম্পিউটেক্স’। ওই শোতেই হ্যাশওয়েল চিপ লঞ্চ করার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছে টেকট্রি।
Leave a Reply