স্বদেশ জুড়ে ডেস্ক: প্রশাসনকে আরও দক্ষ, সংহত এবং ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে আনা ওয়াকফ (সংশোধন) বিল ২০১৩ মহান জাতীয় সংসদে উপস্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। মঙ্গলবার মহান সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়েছে। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ৬ ফেব্রুয়ারি বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব এনে বিলটি মহান সংসদে উত্থাপন করেন।
বিলে প্রস্তাব করা হয়েছে সরকার কিংবা ওয়াকফ প্রশাসকের কাছ থেকে হস্তান্তর সম্পর্কিত অনুমতিপত্র ব্যতিরেকে সাব রেজিস্ট্রার কর্তৃক ওয়াকফ সম্পত্তির হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন নিষিদ্ধ করার বিধান। বিলে পঞ্চাশ বছরের ব্যবধানে জরিমানা ও বিভিন্ন বিষয়ে আর্থিক অংকের পরিমাণ বাড়ানোর বিধানেরও প্রস্তাব করা হয়। সদ্য পাসকৃত বিলে ওয়াকফ সম্পত্তির রেকর্ড ওয়াকফ অ্যাস্টেট ও মুতাওয়াল্লির নামে করার বাধ্যবাধকতা এবং ওয়াকফ সম্পত্তি রেকর্ডের জন্য আলাদা খতিয়ান খোলার বিধানের প্রস্তাব করা হয়েছে।
Leave a Reply