স্বদেশ জুড়ে: সাভারে রানা প্লাজার ভবন ধ্বসে মৃত্যুকূপে নিহত হওয়া পরিচয়হীনদের মধ্যে ৩৬টি লাশ দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। জোহরের নামাজের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতাল মর্গে থাকা পরিচয়হীন ৩৬টি লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন। বিকালে আঞ্জুমানে মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে লাশগুলো দাফন করা হয় জুরাইন কবরস্থানে।
ঢাকা মেডিক্যাল সূত্রে জানা যায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ১৯টি লাশ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে আরো ১৭টি পরিচহীন লাশ রাখা হয়েছিল।এর মধ্যে লাশগুলোর পক্ষে কোন স্বজন দাবী না করায় দাফন সম্পর্ণ হলো। স্বজন না পাওয়ায় লাশগুলোর ডিএনএ নমুনা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক শাখায় নম্বর দিয়ে সংরক্ষণ করা হয়েছে। পরে তাদের স্বজনদের কেউ চাইলে লাশগুলো শনাক্ত করতে পারবেন। বিস্তারিত খোজ নিতে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply