বাংলাদেশ সরকারের মাননীয় হাই কমিশনার মিজারুল কায়েস সাহেবকে বিদায় সংবর্ধনা আয়োজনে প্রস্তুতি সভা গত ১৫ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৭ টায় মন্তিফিউরি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
আবুল হাশেমের শভাপতিত্ত্বে উক্ত সভায় কমিউনিটির বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক আলোচনা সভায় অংশ নেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সুলতান শরীফ, আব্দুল গাফফার চৌধুরী, সৈয়দ মারুফ, আহসান, জামাল খান, অ্যাডঃ ডাল্টন সহ প্রমুখ।
সভায় বাংলাদেশ সরকারের মাননীয় হাই কমিশনার সাহেবকে বিদায় সংবর্ধনা দেবার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী ২১শে সেপ্টেম্বর রবিবার ব্রাডি আর্টস সেন্টারে বিদায় সংবর্ধনা দেয়া হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
-প্রেস বিজ্ঞপ্তি