স্বদেশ জুড়ে ডেস্ক: কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বগি লাইচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ বা কেউ হতাহত হওয়ার ঘটনা জানা যায়নি।
স্থানীয় রেলওয়ে সূত্রে জান যায়, জালালাবাদ ট্রেনটি যাত্রী ও মাল নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার গোবিন্দপুর এলাকায় পৌঁছার পর ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি লালমাই রেলস্টেশনে আটকা পড়েছে। ইতিমধ্যে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলেই আবার ট্রেন চলাচল শুরু হবে।
Leave a Reply