স্বদেশ জুড়ে ডেস্ক: ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন (আইএলও) এর চার সদস্যের প্রতিনিধি দল এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তারা ঢাকায় পৌঁছেই শ্রম সচিবসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ডিরেক্টর জেনারেল (ডিডিজি) গিলবার্ট হাং বো’র।
প্রথমে তারা বাংলাদেশে নিযুক্ত বিদেশী রাষ্টদূতদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিদেশী ক্রেতা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। বুধবার শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আগামীকাল তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রতিনিধি দলটি আগামী ৪ঠা মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।
Leave a Reply