বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪০

খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

/ ১২৬
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

স্বদেশ জুড়ে ডেস্ক: বিভিন্ন সচেতন মহলের দাবির প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানালেন। বৃহস্পতিবার গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, আসুন, যেখানে খুশি বসি। আমি মনে করি, পার্লামেন্ট সবচেয়ে উপযুক্ত জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন আমরা একত্রে বসি। আপনাদের দাবি দাওয়া শুনি। আলোচনার জন্য সংসদকে সবচেয়ে ভাল স্থান মনে করলেও যে কোনো স্থানে বসতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে তিনি বলেন, পার্লামেন্টে আসুন, হরতাল পরিহার করুন।

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিএনপি বৃহস্পতিবার হরতাল ডাকলেও প্রধানমন্ত্রীর আহ্ববানে তা প্রত্যাহার করায় খালেদা জিয়াকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করুন, সেটাই আমাদের প্রত্যাশা।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এবার নিজেই সংলাপের কথা বললেও নির্দলীয় সরকারের প্রশ্নে আগের অবস্থানে থাকার কথাই বলেছেন তিনি। এ নিয়ে হাইকোর্টে রিট  আবেদনও হয়েছে, যাতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023