ব্রিটেনের রাজ রাজপরিবার ছাড়ছেন প্রিন্সেস অব ডাচেস কেট মিডলটন। পরিবারের ঐতিহ্য লঙ্ঘন করে প্রথম সন্তানের জন্মের পর বাকিংহাম প্যালেস ছাড়ছেন তিনি। সন্তান জন্মদানের পর পাঁচ সপ্তাহ বাবা-মায়ের সঙ্গে কাটাবেন কেট।
কেট বলেন, লন্ডনের পেডিংটনে সেন্ট মেরি’স হসপিটালে তার প্রথম সন্তান প্রসব করবেন। ব্রিটেনের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী রাজপরিবার ছেড়ে বার্কশায়ারে সদ্য কেনা নানা-নানির কাছে চলে যাচ্ছে কেটের নতুন আগন্তুত সন্তান। কেট তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পাঁচ সপ্তাহ বাবা-মায়ের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।
কেট আরো বলেন, তার সন্তানের মানসিক এবং শারীরিক বৃদ্ধির জন্য তার মায়ের চেয়ে ভাল পরামর্শদাতা কেউ নেই। প্রিন্স উইলিয়াম পাইলট হিসেবে চাকরি নেয়ার পর নিঃসঙ্গতা কাটাতে তিনি এই সিদ্ধান্ত নেন। সন্তান জন্মগ্রহণের পর প্রথম কয়েক সপ্তাহ বিভিন্ন বিপত্তি এড়াতে সেখানেই কাটাবেন বলে জানান।
জানা যায়, সম্প্রতি ৪ দশমিক ৮৫ মিলিয়ন পাউন্ডে বার্কশায়ারে একটি বাড়ি কেনে মিডলটনের পরিবার। সে বাড়িতেই মা-বাবা, ক্যারল এবং মাইকেল মিডলটনের সঙ্গে থাকবেন কেট ও বৃটেনের সিংহাসনের পরবর্তী এই উত্তরসূরি।
Leave a Reply