সৌদি আরবে আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন চারজন। মরুদেশ সৌদি আরবে গত ২৫ বছরেরও বেশি সময়ে এমন বৃষ্টিপাতের ঘটনা আর ঘটেনি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী রিয়াদ, দক্ষিণের বাহা, উত্তরের হাইল ও পশ্চিমাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে এই আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় প্লাবিত উপত্যকা ও সমতল ভূমি থেকে সরে যেতে সংশ্লিষ্ট এলাকার লোকজনের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, প্লাবিত এলাকায় অনেকে গাছে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে আটকা পড়েছে যানবাহন।
Leave a Reply