প্রযুক্তি আকাশ: সার্চ ও ‘ভয়েস রিকগনিশন’ অ্যাপ ‘গুগল নাও’ এখন ব্যবহার করা যাবে মোবাইল ডিভাইসের জন্য টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এ। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানায় গুগল নাও-তে রয়েছে প্রেডিকটিভ সার্চ, ভয়েস রিকগনিশন ও নলেজ গ্রাফের মত ফিচার যা আইওএস এ অ্যাপ হিসেবে এখন ব্যবহার করা যাবে গুগল নাও এর ‘প্রেডিকটিভ সার্চ’ ও ‘ভয়েস রিকগনিশন’।
গত বছরের গুগলের আই/ও সম্মেলনে ‘গুগল নাও’ আইওএস-এর জন্য নিয়ে এসেছিল ‘গুগল সার্চ ৩.০’। এতে আইফোন ও আইপ্যাড-এর জন্য ছিল শক্তিশালী সার্চ ফিচার, ভিজুয়াল স্টাইল ও কলড কার্ডস।
এই সুবিধা ভোগ করতে আইওএস-এ গুগল নাও ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে প্রথমে নিজস্ব গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তারপর ব্যবহার করা যাবে প্রেডিকটিভ সার্চ ও ভয়েস রিকগনিশন সেবাগুলো।
Leave a Reply