দুনিয়া জুড়ে বহুল সমালোচিত সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় বহু পোশাককর্মী নিহত ও আহত হওয়ায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, ভবনধ্বসের ঘটনায় ব্যাপক প্রাণহানিতে তিনি ভীষণ মর্মাহত। ওই মর্মান্তিক ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যারা এখনো জীবনযুদ্ধে বেচে আছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক সহানুভূতি জানান। ভবনধ্বসের ঘটনায় যেকোনো ধরনের সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও তিনি একই বিবৃতিতে উল্লেখ করেন।
সূত্র: আইএএনএস।
Leave a Reply