বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:০৫

আসছে ইন্টারনেটনির্ভর গাড়ি

আসছে ইন্টারনেটনির্ভর গাড়ি

/ ১৩৩
প্রকাশ কাল: রবিবার, ৫ মে, ২০১৩

প্রযুক্তি আকাশ: ভ্রমণে আকাশ পথে, দ্রুতগতির রেল পথে এমনকি সমুদ্র পথেও ইন্টারনেট ছাড়া যেন চলেই না। বিশ্বে ইন্টারনেটের এই যুগে ২০১৪ সালে আসছে ইন্টারনেটনির্ভর গাড়ি। যুক্তরাষ্ট্রের তৈরি বিখ্যাত গাড়ি নির্মাতা জেনারেল মটরস (জিএম) ইন্টারনেটভিত্তিক গাড়ি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী নতুন আলোচনার সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রে একজন ইন্টারনেট ভোক্তা প্রতি সপ্তাহে ন্যূনতম ৪ ঘণ্টা অবকাশে ইন্টারনেট সান্নিধ্যে সময় কাটায়। বিশেষভাবে ইন্টারনেট ঘরানার গাড়ি বাজারে এলে পথে থাকাকালীন লাইভ ভিডিও সম্প্রচার এবং ইন্টারনেটকেন্দ্রিক বিনোদন আরও বেশি জনপ্রিয় হবে। এতে অনলাইন বিজ্ঞাপনের বড় একটা বাজারও তৈরি হবে। আর তাই আসছে ২০১৫ সালেই জিএম ইন্টারনেট ঘরানার গাড়ি তৈরি করতে পারবে। এ ছাড়াও ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকেই যুক্তরাষ্ট্রে শীর্ষ অটোমেকার জিএম ইন্টারনেট সেবাভুক্ত গাড়ি পরীক্ষামূলকভাবে প্রদর্শন করতে পারবে। এমনটাই জানিয়েছে নির্মাতা সূত্র।

অটো শিল্পে নতুন গ্রাহক তৈরি এবং বিকাশে ইন্টারনেট সেবা নিশ্চিভাবেই সক্রিয় ভূমিকা রাখবে। তথাকথিত ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং জিপিএস সিস্টেমের বিপরীতে এখন তৈরি হচ্ছে ইন্টারনেটনির্ভর গাড়ি। প্রগতিশীল গাড়ি শিল্পের বিকাশে নিত্যনতুন সংযোজন-বিয়োজন তো চলছেই। এখানে ইন্টারনেট হতে একেবারেই নতুন ঘরানার চমক। এরই মধ্যে গাড়ির মধ্যেই অনলাইন বিনোদন আবহ আর নেভিগেশন সিস্টেম দারুণ জনপ্রিয় হয়েছে। এতে গাড়ির কাটতিও বাড়বে হু হু করে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023