বিনোদন ডেস্ক: মুম্বাই কাস্টমস পুলিশ শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দিলো এই সময়ের হার্টথ্রব বলিউড তারকা রণবীর কাপুরকে। কাস্টমস সূত্রে জানা যায়, হিসাব বহির্ভূত ব্যক্তিগত সম্পত্তি বহন করার অপরাধে তাঁকে আটক করা হল।
শনিবার সকাল সাড়ে ১২টার সময় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিনেমার শুটিং শেষ করে মুম্বাই পৌঁছান। তাঁর সঙ্গে থাকা ব্যাগ ভর্তি ছিল জুতো, পারফিউম, পোষাক সহ লক্ষাধিক টাকার বিদেশী ব্র্যান্ডের জিনিসপত্র। কাস্টমস হিসাব মতে, তিনি তার এই হিসাব বহির্ভূত জিনিসপত্র সম্পর্কে আগে থেকে কাস্টমসকে কোনও রকমের তথ্য দেননি। আর তাই মুম্বাই বিমানবন্দরে কাস্টমসের কর্মকর্তা রণবীরকে আটকে দেন। এ সময় তিনি ঔ কাস্টমস কর্মকর্তাকে জানান, কাস্টমসের জিনিসপত্র বহনের করার উর্ধসীমার নিয়ম তার জানা ছিলো না। ভবিষ্যতে অবশ্যই খেয়াল রাখবেন। পরে অবশ্য ৬০ হাজার টাকা জরিমানা দেওয়ার পর ব্যক্তিগত জামিনে রনবীর ছাড়া পান।
Leave a Reply