শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৪

আদালতের রায়ে জেলহাজতে ব্রিটিশ ব্যবসায়ী ম্যাককরমিক

আদালতের রায়ে জেলহাজতে ব্রিটিশ ব্যবসায়ী ম্যাককরমিক

/ ১৪৮
প্রকাশ কাল: রবিবার, ৫ মে, ২০১৩

দুনিয়া জুড়ে ডেস্ক: অবশেষে জেলহাজতে ব্রিটিশ ব্যবসায়ী ম্যাককরমিক। ভুয়া বোমা ডিটেক্টর বিক্রির অভিযোগে ব্রিটিশ ব্যবসায়ী জেমস ম্যাককরমিককে ১০ বছরের কারোদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। বিচারকরা বলেছেন, “করমিকের হাত রক্তে রঞ্জিত।” ইরাকের কাছে এ নকল বোমা ডিটেক্টর বিক্রি করেছেন ব্রিটিশ ব্যবসায়ী জিম ম্যাককরমিক। এতে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়েছে।

৫৬ বছর বয়সী ম্যাককরমিক প্রতারণার অভিযোগে গত সপ্তাহে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বৃহস্পতিবার শাস্তি ঘোষণার জন্য তাকে আদালতে হাজির করা হয়। বিচারক রায় দেয়ার সময় বলেছেন, এ ধরনের অপরাধ কেউ করতে পারে তিনি তা ভাবতেও পারেন না।

জানা যায়, ব্রিটিশ একই শনাক্তকারী যন্ত্র বিক্রি হয়েছে লেবানন, নাইজার, সিরিয়া ও লেবাননে। এসব দেশও একই ধরনের প্রতাণার শিকার হয়েছে অথচ ম্যাককরমিক হাতিয়ে নিয়েছেন কোটি কোটি ডলার। ডিটেক্টর বিক্রির সময় তিনি দাবি করেছিলেন- এ যন্ত্র দীর্ঘ পাল্লা, মাটির গভীর এবং বহুতল ভবন থেকে বোমা শনাক্ত করতে পারবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023