টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে গেছে অস্ট্রেলিয়া। রোববার তারা সুপার এইটের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ১৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। আগে ম্যাচে তারা ভারতকে হারিয়েছিল, ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা সেমিফাইনালে পৌঁছে গেল। আর এখন নিশ্চিতভাবেই ছিটকে পড়ার দ্বারপ্রান্তে আছে দক্ষিণ আফ্রিকা। তারা সুপার এইটের আগের ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল।
আগের ম্যাচগুলোর মতো আজও শেন ওয়াটসনের অল রাউন্ড পারফরমেন্স দেখা গেছে। বল হাতে দুটি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ৭০ রান।
Leave a Reply