শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩

ভয়াবহ দাবানলেন কবলে ক্যালিফোর্নিয়া

ভয়াবহ দাবানলেন কবলে ক্যালিফোর্নিয়া

দুনিয়া জুড়ে ডেস্ক: ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছয়টি অঞ্চল। শুক্রবার দাবানলের এ সৃষ্টি হলে বাতাসের কারণে তা দ্রুত আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফায়ার এজেন্সির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছয়টি এলাকায় সৃষ্ট এ দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন হাজারের বেশি সদস্য কাজ করছেন। বসন্তকালীন এ দাবানল ক্যালিফোর্নিয়ার জনবহুল লস অ্যাঞ্জেলেস নগরের উত্তর-পশ্চিম উপকূলে পৌঁছেছে। এতে ওই এলাকার কয়েক হাজার ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

দাবানলের কারণে প্রশান্ত মহাসাগর উপকূলের মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। চ্যানেল আইল্যান্ডে অবস্থিত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি আজ দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এরই মধ্যে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে দাবানলের আঘাতে। আরও প্রায় চার হাজার বাড়ি হুমকির মুখে। দুই হাজার বাড়ি খালি করতে সেখানকার বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি ও সিএনএন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024