পেট্রোলিয়াম, গ্যাস ও বাংলাদেশের সিরামিক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাতের ব্যবসায়ীদের সংগঠন আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তারা এই আগ্রহ প্রকাশ করেন।
সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে মিলিত বৈঠকে আবুধাবির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক হেলাল আল মুহাইরি এ আগ্রহের কথা ব্যক্ত করেন। আবুধাবিতে ডিসিসিআই সভাপতি মো. সবুর খানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উভয়পক্ষের মধ্যে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব বশির হায়দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Leave a Reply