প্রযুক্তি আকাশ: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ছোট স্ক্রিনের উইন্ডোজ ৮ ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। প্রযুক্তিবিষয়ক সাইট টেকনিউজডেইলি এক প্রতিবেদনে এসারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়্।
বিশেষজ্ঞরা মনে করছেন, কমদামের প্রযুক্তিপণ্য তৈরির মাধ্যমে ও নতুন ঘোষিত উইন্ডোজ ৮ ট্যাবলেট বাজারে আনার মাধ্যমে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, আসছে উইন্ডোজ ৮ ট্যাবলেট ১০ ইঞ্চির চেয়ে ছোট পর্দাবিশিষ্ট এবং ফিচারসমৃদ্ধ হবে। তাদের দেয়া ধারণা মতে ৪০০ ডলারের কম দামে পাওয়া যাবে এসারের এ নতুন ট্যাবলেটটি। বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ পিসির চাহিদা বাড়বে, এমনটাই আশা করছে এসার কতৃপক্ষ।
Leave a Reply