স্বদেশ জুড়ে: যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে গত তিন মাস ধরে আন্দোলন চালিয়ে আসা শাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙ্গে দিয়েছে পুলিশ। রাজধানীতে দিনভর হেফাজতে ইসলামের তাণ্ডবের পর ভোর ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে পুলিশ মঞ্চ ভেঙ্গে দেয় বলে জানা যায়। একে একে তারা মুলমঞ্চ, মিডিয়া সেলসহ সব ক্যাম্প ভেঙে দেয়।
সকাল থেকে লক্ষ করা যায়, গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা সকাল থেকে আবারও শাহবাগে জড়ো হচ্ছেন। একজন ব্লগার জানান, পুলিশ তাদের মুলমঞ্চ ভেঙ্গে দিলেও তারা তাদের কর্মকান্ড যথারীতি চালিয়ে যাবেন। এজন্য সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা।
প্রসঙ্গত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় গণজাগরণ মঞ্চের আন্দোলন। পরে জামায়াতে ইসলামী নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে সারা দেশে ছড়িয়ে পড়ে সে আন্দোলনের ঢেউ।
Leave a Reply