স্বদেশ জুড়ে: গত রোববার ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে প্রেপ্তার করে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার পুলিশী হেফাজতে বন্দি ছিলেন বর্তমান সময়ের আলোচিতদের একজন জুনায়েদ বাবুনগরী।
মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম তারেক মইনুল ইসলামের তাকে হাজির করলে আদালত বাবুনগরীকে রিমান্ডে পাঠান। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত বাবু নগরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের রিমান্ড মন্জুর করেন।
Leave a Reply