ডেস্ক রিপোর্ট: পুত্র সন্তানের মা হতে যাচ্ছেন ব্রিটেনের ভবিষ্যত উত্তরাধীকারী রাজবধূ কেট মিডলটন। সাত মাসের অন্তসত্ত্বা ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের প্রথম সন্তানটি হতে যাচ্ছে ফুটফুটে এক পুত্রশিশু। রাজপরিবার সূত্রে জানা যায়।
ব্রিটিশ ওয়েবসাইট মিররকে জানায়, হ্যারি সবাইকে বলে বেড়াচ্ছেন, উইলিয়াম এবং কেট একটি পুত্র সন্তানের জন্ম দিচ্ছেন। রাজপরিবার বিষয়টি নিয়ে খুবই খুশি। সবাই এখন তার জন্য উপহার কিনতে ব্যস্ত।
তবে এ বিষয়ে রাজদম্পতি মানে নতুন ছেলের বাবা-মা কিছু না বললেও হ্যারি বলেছেন কেট সবসময়ই একটি পুত্র সন্তান চাইতেন। সে হিসাবে কেটের মনো আশা পূর্ণ হতে যাচ্ছে। পরিবারের অন্য সবাইও এতে খুশি। তবে রানীর মন্তব্য কিছু জানা যায় নি।
Leave a Reply