দুনিয়া জুড়ে ডেস্ক: বাংলাদেশে সম্প্রতি একের পর এক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশে শান্তি পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন। চলমান অস্থিরতা নিরসনে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একটি গঠনমূলক সংলাপে বসার আনুরোধ জানান জাতিসংঘ দায়িত্বশীল এই মহাসচিব।
গত রোব ও সোমবারে ঢাকায় ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ায় বান কি মুনের উৎকণ্ঠার কথা উল্লেখ করে তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ক্রমবর্ধমান উদ্বেগের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছেন ও প্রাণহানিতে তিনি মর্মাহত হয়েছেন। এতে আরও বলা হয়, জাতিসংঘ মহাসচিব সহিংসতা বন্ধে, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ও শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশে সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সহ সকল ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান।
সূত্র: বার্তা সংস্থা পিটিআই
Leave a Reply