স্বদেশ জুড়ে: ১২ই মে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মাদ্রাসার শিক্ষা ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই হরতালে কর্মসূচির কথা জানায় অরাজনৈতিক ঘোষিত এই সংগঠনটি। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষে সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হরতালের কর্মসুচি অবহিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ১২ তারিখের হরতাল পালনের পর ১৩ দফা দাবি আদায়ের জন্য পরবর্তী কর্মসূচি হাতে নেবে হেফাজতে ইসলাম। আপনাদেরকে অবশ্যই এ ব্যাপারে অবগত করা হবে।
হরতাল ঘোষণার সময় হেফাজতের পক্ষ থেকে তিনটি কর্মসূচির কথা বলা হয়। এগুলো হলো আগামী ১২ তারিখ সকাল-সন্ধ্যা হরতাল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল ও পরশুর হরতালে সমর্থন এবং আগামী শুক্রবার জুমার নামাজের পরে নিহতদের আত্মার শান্তি ও আহতদের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া।
রোববার রাতে রাজধানীর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বহু কর্মী নিহত হওয়ায় ঘটনায় আগামী রোববার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ১৮ দলের বুধ ও বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা ইসলামী এ দলটি। আজ চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশরাফ আলী নিজামপুরী।
Leave a Reply