সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬

টিপটপ সবসময়

মরিয়ম মনি: খুব তাড়াহুড়ো করেই যেতে হল অফিসে।জ্যাম আর গরমে ঘেমে যা-তা অবস্থা।গিয়েই দেখলেন অফিসে মিটিং। কিংবা কোনো সহকর্মীর জন্য সারপ্রাইজ পার্টি। চাইলেও ঘাম আর অস্বস্তি আপনাকে শান্তিতে কিছুই উপভোগ করতে দেবে না। অথবা অফিস ছুটির পরেই রয়েছে দাওয়াত।বাসায় এসে কাপড় পাল্টে যাওয়ারও সময় নেই।আর জমকালভাবে সেজে অফিসও করা যাবে না নিশ্চয়!

একটু গুছিয়ে নিলেই এসব সামলে চলা যায়।

* হাতব্যাগে ছাতা, সুগন্ধি এবং যদি মিইকআপ করতে ভালোবাসেন তাহলে ন্যূনতম মেকআপসামগ্রী রাখতে ভুলবেন না।

* মিনি ফেইসওয়াশ, পাউডার, ফেইশল টিস্যু এবং চিরুনি রাখতে ভুলবেন না যেন।

* সঙ্গে অবশ্যই অতিরিক্ত রাবারব্যান্ড এবং ক্লিপ রাখবেন।

* মুখের দুর্গন্ধ এড়াতে সঙ্গে সব সময়ই রাখুন মাউথ ক্লিনার বা চুইংগাম।

* সুতি কাপড় আরামদায়ক।তবে কোনো বিশেষ দিনে পরতে পারেন সিল্কের কাপড়।ঘামের দাগ লেগে থাকবে না।

* সঙ্গে খাওয়ার পানি রাখতে ভুলবেন না।

* সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো করে মুখ ধুয়ে ফেলুন।চাইলে স্ক্রাবিংও করতে পারেন।

* হালকা গরম পানি দিয়ে গোসল সারুন।মুখ ধোয়ার সময় হালকা লেবু চিপে দিতে পারেন।পুরোপুরি তরতাজা লাগবে।

* ওয়াটার প্রুফ মেইকআপ ব্যবহার করুন।

* জামার সঙ্গে মিলিয়ে কাজল ব্যবহার করতে পারেন।আজকাল নানা রংয়ের কাজল পাওয়া যায়।নীল বা সবুজ রংয়ের কাজল বেছে নিতে পারেন নির্দ্বিধায়।খুব গাঢ় সাজে অনন্যা হয়ে উঠতে হবে এমন নয়।বরং মাঝেমধ্যে তা বিব্রতকর অবস্থায় ফেলে।একটু গুছিয়ে নিয়ে হালকা সাজেই হয়ে উঠতে পারেন অনন্যা।আর সবসময় টিপটপ!

আলোকচিত্র: অপূর্ব

সৌজন্য: বিডিনিউজ২৪

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024