দুনিয়া জুড়ে ডেস্ক: সাভারে রানা প্লাজা ধসের পর থেকে সেখানে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তাতে খবই মর্মাহত ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সাভার ট্র্যাজেডিতে হতাহতদের জন্য প্রার্থনা করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি মঙ্গলবার মিডিয়ার কাছে এ কথা তুলে ধরেন।
এতে বলা হয়, জে কারনি সাভারের ঘটনাকে ভয়াবহ অভিহিত করে বলেন,বাংলাদেশে শোকাবহ এই ঘটনা ও এতে এত বিপুলসংখ্যক প্রাণহানি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে প্রেসিডেন্ট ওবামাকে। আমি জানি, তিনি এ শোকাবহ ঘটনার হতাহতদের জন্য প্রার্থনা করেছেন। প্রতিনিয়ত প্রেসিডেন্ট তার আগ্রহ ভরে আমার কাছে আপডেট চাচ্ছেন্। আমি তাৎক্ষনিক ওবামাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করছি।
সুত্র: বার্তা সংস্থা পিটিআই
Leave a Reply