শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭

গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি খোঁজার পরামর্শ রাজনীতিবিদদের

গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি খোঁজার পরামর্শ রাজনীতিবিদদের

স্বদেশ জুড়ে: বাংলাদেশে আবাসিক মিশন রয়েছে এমন ৯টি রাষ্ট্রের রাষ্ট্রদূত এক মঞ্চ থেকে চলামান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরামর্শ দিলেন-  রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সংবিধান সম্মত একটি নির্বাচন পদ্ধতি খুঁজে বের করার যা সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে।

বুধবার দুপুরে ইউরোপ ডে উপলক্ষে গুলশানের একটি হোটেলে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রাষ্টদূতরা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও গার্মেন্ট শিল্প শ্রমিকদের জীবন ও কর্মের নিরাপত্তা, বিশেষ করে অগ্নিকাণ্ড ও ধসের ঘটনায় ইউরোপের ক্রেতারা উদ্বিগ্ন। সম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক উল্লেখ করে রাষ্ট্রদূতরা বলেন, ইউরোপের মিডিয়ায় এসব ঘটনা গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। যে কোন ব্যাক্তির মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে ইইউ সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশের বিদ্যমান সঙ্কট দেশের মানুষকেই সমাধান করতে হবে জানিয়ে রাষ্টদূতরা বলেন, রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখতে হবে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে তারা একটি ঐকমত্যে পৌঁছতে সক্ষম হবেন। রাষ্টদূতদের সকলেই আশা করেন- সরকার ও সংশ্লিষ্ট ক্রেতাদের উদ্বেগ নিরসন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে উদ্যোগী হবে। এক ঘন্টাব্যাপী ওই সংবাদ সম্মেলনে সম্প্রতি শাপলা চত্বরে হেফাজত হটাতে মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন, আমার দেশ পত্রিকা, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয়া এবং ধর্মের অবমাননার অভিযোগে ব্লগারদের গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024