সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮

অপপ্রচারের জবাব দেবে আওয়ামীলীগ: কামরান

অপপ্রচারের জবাব দেবে আওয়ামীলীগ: কামরান

/ ১৪৮
প্রকাশ কাল: বুধবার, ৮ মে, ২০১৩

সিলেট প্রতিনিধি: হরতাল বিরোধী সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন  আহমদ কামরান বলেছেন, আওয়ামী লীগ গত সাড়ে চার বছরে দেশে ব্যাপক উন্নয়ন  করেছে। এই উন্নয়নের ধারা ব্যাহত করতে বিরোধী দল দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল ডেকে তারা জনগণকে জিম্মি করে রাখার চেষ্টা করছে।  কিন্তু মানুষ তাদের হরতাল প্রত্যাখান করে রাস্তায় নেমেছেন।

কামরান আরো বলেন, অতীতেও আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। ধর্মের  অপব্যাখ্যা দিয়ে আবারো আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।  সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ এই অপপ্রচারের জবাব দেবে।

বুধবার বেলা ১টায় নগরীর সুরমা পয়েন্টে হরতাল বিরোধী মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির  চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি।

সমাবেশের আগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল বের করা হয়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023