সিলেট প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৮৮ দশমিক ৯৬।গত বছর এই পাশের হার ছিল ৯১ দশমিক ৭৮।
এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড গত বছর দেশ সেরা সাফল্য দেখালেও এবার তা ধরে রাখতে পারেনি। দেশের সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের মধ্যে এবার সিলেটের অবস্থান ৫ম। তবে পাশের হার কমলেও এবার জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত বছর সব বিভাগে ২ হাজার ৬১১ জন জিপিএ-৫ পেলেও এবার তা বেড়ে হয়েছে ২ হাজার ৭৮৯ জন। বৃহস্পতিবার সকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মান্নান এ তথ্য জানান।
এবার এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক থেকে দেশসেরা রাজশাহী শিক্ষা বোর্ড। বোর্ডটির পাসের হার ৯৪ দশমিক ০৩।
এছাড়া ঢাকা বোর্ডে ৮৭ দশমিক ৩৮, যশোর বোর্ডে ৯২ দশমিক ৬২, দিনাজপুর বোর্ডে ৯০ দশমিক ৬০, কুমিল্লা বোর্ডে ৯০ দশমিক ৪১, বরিশাল বোর্ডে ৮৮ দশমিক ৬৩ ও চট্টগ্রাম বোর্ডে ৮৮ দশমিক ০৪ ভাগ শিক্ষার্থী এবারের পরীক্ষায় পাস করেছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৩১ ও কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮১ দশমিক ১৩ ভাগ।
Leave a Reply