স্বদেশ জুড়ে: অরাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের পরিচয় ঠিক রাখতে রাজনৈতিক কর্মসূচি হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের আমির শাহ আহমদ শফী এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন বলে সংগঠনের ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজতকর্মীদের সাঁড়াশি অভিযানে তুলে দেওয়ার পর নিহত ও আহত নেতাকর্মীর প্রতিবাদ জানাতে এবং বাবুনগরীসহ অন্যান্য নেতা কর্মীর মুক্তির দাবীতে গত মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা রোববার সারাদেশে ডাকা হরতাল কর্মসূচি পালন করা হবে।
এদিকে এই হরতাল কর্মসূচী যাতে কোন রাজনৈতিক হিসাবে পরিলক্ষিত না হয় সেজন্য যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের পর পরই হেফাজতের এই ঘোষণা এলো।
Leave a Reply