প্রযুক্তি আকাশ: গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে সিরিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে গত ৬ মাসের মধ্যে দু’বার ইন্টারনেট বন্ধ হলো সমগ্র সিরিয়াতে। এর আগে ২০১২ সালের নভেম্বরে ৩ দিনের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। সিরিয়ানদের কাছ থেকে জানা গেছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও মোবাইল ফোন এবং ল্যান্ড লাইন কানেকশন ঠিক আছে।
সরকার সন্ত্রাসীদের ওপর দোষ চাপালেও ইন্টারনেট বিশেষজ্ঞরা এটাকে সরকারের কারসাজি বলেই মনে করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব কোম্পানি রেনেসিসের কর্মকর্তা জিম কাউই বার্তা সংস্থা বিবিসিকে বলেন, কি কারণে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিভিন্ন কারণে এরকম হতে পারে বলে তিনি জানান।
Leave a Reply