সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৪

এসএসসি পরীক্ষা ২০১৩ ফল প্রকাশ সিলেট বোর্ডে কমেছে পাসের হার

এসএসসি পরীক্ষা ২০১৩ ফল প্রকাশ সিলেট বোর্ডে কমেছে পাসের হার

২০১৩’র এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ বৃদ্ধি পেয়ে সিলেট শিক্ষা বোর্ডে এবার কমেছে পাসের হার। বৃদ্ধি পেয়েছে জিপিএ-৫। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার ৮৮ দশমিক ৯৬। যা গত বছরের চেয়ে ২ দশমিক ৮২ কম।

গত বছর বোর্ডের পাসের হার ছিল ৯১ দশমিক ৭৮। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৮৯টি। যা গতবারের চেয়ে ১৭৮টি বেশি। গত বছর বোর্ডের জিপিএ-৫ ছিল ২ হাজার ৬১১টি। চলতি বছরের ফেব্র“য়ারী- মার্চে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৫৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৫৮ হাজার ৫০৬ জন। পাস করেছে ৫২ হাজার ৪৫ জন। ২৫ হাজার ৯৪২ জন ছেলের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৪৮৮ জন। পাসের হার শতকরা ৯০ দশমিক ৫৪।

৩২ হাজার ৫৬৪ জন মেয়ের মধ্যে পাস করেছে মেয়ে ২৮ হাজার ৫৫৭ জন। পাসের হার শতকরা ৮৭ দশমিক ৭০। যা ছেলেদের চেয়ে ২ দশমিক ৮৪ ভাগ কম। বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৩৪০ জন। পাসের হার শতকরা ৯২ দশমিক ৯৮। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৮১ জন।

এর মধ্যে ছেলে ১ হাজার ৪৭৮টি ও মেয়ে ৯০৩টি। ৫ হাজার ৬১৪ জন ছেলের মধ্যে পাস করেছে ৫ হাজার ২৮৪ জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ১২। ৪ হাজার ৪৩১ জন মেয়ের মধ্যে পাস করেছে ৪ হাজার ৫৬ জন। পাসের হার শতকরা ৯১ দশমিক ৫৪। মানবিক বিভাগে ৪২ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৩৬৯ জন। পাসের হার শতকরা ৮৭ দশমিক ৩৯। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন। এর মধ্যে ৬৩টি পেয়েছে ছেলেরা ১১২টি পেয়েছে মেয়েরা। ১৬ হাজার ৭৬৮ জন ছেলের মধ্যে পাস করেছে ১৪ হাজার ৮৬৭ জন। পাসের হার শতকরা ৮৮ দশমিক ৬৬। ২৫ হাজার ৯৯৩ জন মেয়ের মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০২ জন। পাসের হার শতকরা ৮৬ দশমিক ৫৭। ব্যবসা শিক্ষা বিভাগে ৫ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৩৬ জন। পাসের হার শতকরা ৯৩ দশমিক ৬১। ৩ হাজার ৫৬০ জন ছেলের মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৩৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৪। ২ হাজার ১৪০ জন মেয়ের মধ্যে পাস করেছে ১ হাজার ৯৯৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৪১। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৩৩টি। এর মধ্যে ছেলেরা পেয়েছে ১৪২টি ও মেয়েরা পেয়েছে ৯১টি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024