বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০০

ফিরোজের মুখ দিয়ে লিখে এসএসসি পাস

ফিরোজের মুখ দিয়ে লিখে এসএসসি পাস

স্বদেশ জুড়ে: মুখে কলম আঁকড়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে লালমনিরহাটের কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ। হাত দুটি’র আঙ্গুল অচল। তবুও শৈশবে প্রথম শ্রেণী থেকে মা-বাবার কাছে বায়না ধরে স্কুলে যাওয়ার। এরপর প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক। এবার মাধ্যমিকের গণ্ডি পেরোনোর জন্য এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৫০ পেয়েছে ফিরোজ।

ফিরোজের এই সাফল্যে তার সহপাঠীরা দারুন খুশি। তার পুরো নাম ফেরদৌস আলম ফিরোজ। সাহাবুদ্দিন-ফিরোজা দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ফিরোজ। বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে। স্থানীয় ইউনিয়ন পরিষদে চতুর্থ শ্রেণীর  চাকরি করেন বাবা সাহাবুদ্দিন। সেখান থেকে যা পান তা দিয়ে সংসার চলে কোনো মতো।

ফিরোজের মা ফিরোজা জানান, তার ছেলের এই কৃতিত্বে তিনি দারুণ খুশি। তবে দু:খের সাথে বলেন, হাত দুটি দিয়ে কোনো কাজ করতে পারে না তার ছেলে। শুধু ডান হাতের বুড়ো আঙ্গুলগুলো একটু-আধটু শক্তি আছে। ভাত খেতে পারে না। তাই পরিবারের অন্যদের সহযোগিতায় খেতে হয়। তিনি তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024