নিখোঁজ বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারার এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ছেলে ইমরান আহমদ আদনানও জিপিএ-৫ পেয়েছে ।
লাবিব ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে আদনান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। লাবিব পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মা-বাবা ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি তার বাবা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্যও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে সে।
আদনানের বাবা মেয়র কামরান ও মেয়রপত্নী আসমা কামরান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছেলের ফলাফল জানতে আসলে সাংবাদিকদের বলেন, তারা খুবই খুশি যে, তাদের ছেলে জিপিএ-৫ পেয়েছে। আদনানের জন্য তারা দুজনেই সবার কাছে দোয়া কামনা করেন।
Leave a Reply