বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩১

মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়

মোবাইল ফোন পানিতে পড়লে করণীয়

/ ১৩১
প্রকাশ কাল: রবিবার, ১২ মে, ২০১৩

অনেক সময় দেখা যায়, আমাদের নিজেদের অজান্তে মোবাইলে পানি ডুকে যায়। ভুলক্রমে  সাতার কাটার সময় পকেটে মোবাইল থেকে গেলে নিম্চিত মোবাইল নষ্ঠ হয়ে যাবার আশংকা থাকে বেশি। আপনার মোবাইল ফোনটি যদি কোন কারনে পানিতে পড়ে যায় তাহলে আপনি যা করবেন তা হল –

১। ফোনটি পানিতে পড়লে সাথে সাথে মোবাইল ফোনের ব্যাটারী খুলে ফেলুন।

২। তারপর মোবাইলেরকেসিং ও সিম কার্ড খুলুন।

৩। কেসিং খোলা হয়ে গেলে হেয়ার ড্রাইমেশিনদিয়ে এটিকে হিট দিন, দেখবেন বাষ্প হয়ে পানি উড়েযাচ্ছে। যদি হেয়ার ড্রাই মেশিন না থাকে তাহলে সূর্যের আলো কিংবা ১০০ পাওয়ারের বাল্বে হিট দিন। তারপর কেসিং লাগিয়ে মোবাইলের ব্যাটারী লাগান এবং পাওয়ার অন করুন দেখুন আপনার মোবাইলটি ঠিক হয়ে গেছে।

উপরোক্ত কাজটি করে যদি এভাবে সমাধান না হয় তাহলে আপনি কোন ভাল মোবাইল মেরামতকারককে দেখাতে পারেন। হয়তো সফটওয়্যার জনিত কারণে এটা হতে পারেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023