দুনিয়া জুড়ে ডেস্ক: যুক্তরাষ্ট্রে নাগরিক সম্প্রদায়ের অভিমত যাচাই করার জন্য ‘পিউ গবেষণা কেন্দ্র’ একটি জনমত জরিপ দেখা যায়, বিভিন্ন দেশের সর্বমোট ১ কোটি ১১ লাখ মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদরে অনেক সঠিক কাগজপত্র নেই, কাজেরও কোন অনুমতি নেই। তবু তারা লুকিয়ে কাজ করছেন। যদিও অবৈধ তারপরেও তারা স্থায়ীভাবে বসবাস শুরু করছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস অভিবাসন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের সর্বমোট ১ কোটি ১১ লাখ অবৈধভাবে বসবাস মানুষের মধ্যে জরিপে দেখা গেছে ৪ জনের মধ্যে ৩ জনই মনে করেন, অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে। জরিপে অংশগ্রহণকৃত শতকরা ৩৫ ভাগ মানুষের বিচারে অভিবাসন নীতিমালা সম্পূর্ণরূপে ঢেলে সাজানো উচিত বলে মনে করেন। যেসব অভিবাসনকারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করে আসছে এবং যারা জীবন ধারণের প্রয়োজন মেটাতে সক্ষম, দেশটিতে তাদের বৈধতা পাওয়ার উপায় থাকা উচিত বলে মনে করেন ৭৩ শতাংশ মানুষ। দেশের ৫৩ ভাগ মানুষ মনে করেন. যুক্তরাষ্ট্র সীমান্তগুলোতে অবৈধ অনুপ্রবেশ কমাতে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে সরকারের। এ বিষয়ে মাত্র ১৩ শতাংশ ভিন্নমত পোষণ করেন; তাদের মতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সরকারের তেমন কিছু করার নেই।
জনমত জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশের মতে অবৈধ অভিবাসনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকা উচিত, পক্ষান্তরে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন দেয়াটাই বেশি কার্যকরী হবে বলে বিশ্বাস করেন ২৫ ভাগ আমেরিকান। বোস্টন বোমা হামলার পরও অভিবাসন বিষয়ে সাধারণ মানুষের মতামতে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে জানায় ‘পিউ’। বৈধ অভিবাসন প্রশ্নে বর্তমান নীতিমালাকে সন্তোষজনক বলে মনে করেন মাত্র ৩১ ভাগ মানুষ। ‘পিউ’-এর চালানো জরিপ কংগ্রেসে অভিবাসন বিষয়ের আলোচনা ও বিতর্কে কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে কিনা সেটা দেখার বিষয়।
Leave a Reply