স্বদেশ জুড়ে: দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক, বার্তা প্রধান, ব্যাবস্থাপনা পরিচালক ও সিইওবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে দেশের সম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাভার ট্যাজেডি, হেফাজতে ইসলামকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা, জাতিসংঘসহ বিভিন্ন বিদেশী বন্ধু ও উন্নয়ন সহযোগির সংলাপের তাগিদ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা হারানোর অশঙ্কা, যুদ্ধাপরাধের বিচার ইত্যাদি ইস্যু আলোচনায় স্থান পায়।
পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশন ও দাতা সংস্থার প্রতিনিধিদের জরুরী ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেও দেশের চলমান ঘটনাপ্রবাহ, রাজনৈতিক অবস্থা এবং আসন্ন নির্বাচনের বিষয়টি স্থান পেতে পারে বলে জানা গেছে। গত দুই মাসে এটি হবে পররাষ্ট্রমন্ত্রীর তৃতীয় ব্রিফিং। ব্রিফিং শেষে আজ রাতেই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে তার দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
Leave a Reply