সিলেট প্রতিনিধি: শহরের শাহী ঈদগাহের হাজারীবাগ এলাকার টিলা ধ্বসে অল্পের জন্য রক্ষা পেল প্রায় বিশটি পরিবার। জানা য়ায়, শুক্রবার রাতে প্রবল বৃষ্টির কারণে শাহী ঈদগাহ এলাকার বন বিভাগের ফরেস্ট টিলায় উত্তর হাজারী ভাগের অংশে ধসের সৃষ্টি হলে ভয়াবহ এই ধসের হাত থেকে বেঁচে গেছেন বিশটি পবিরাবের শখানেক লোক।
পাহাড় ধসের সাথে ২টি গাছ ও কলোনীর ওপর আচড়ে পড়ে। তবে কেউ হতা-হত হয়নি।তবে রক্ষা পায়নি সেখানকার বাচ্চু মিয়ার কলোনীর ৩/৪টি ঘর। এ নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হলে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের দেখতে জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম ফজল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই পরিস্থিতিতে আশেপাশের সকল পরিবারগুলোকে নিরাপদে সরে যেতে বলেন। পরবর্তী করনীয় বন বিভাগের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে বলে জানানো হয়।
Leave a Reply