স্বদেশ জুড়ে: মধ্যরাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে নেতাকর্মীদের তুলে দেওয়ার সময় ঘটনার অন্তরালের তদন্তে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে অবসরপ্রাপ্ত পাঁচ বিচারপতির সমন্বয়ে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় আবেদনটি (রিট নং ৪৯০৮/১৩) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, এ ঘটনায় অনেক প্রাণহানি নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের প্রেক্ষিতে হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করা হয়।
রিটে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) কমিশনারকে বিবাদী করে যথাযত তদন্ত দাবী করে হেফাজতে ইসলামের অবরোধের ঘটনায় ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণ প্রদানে ও বিবাদী এবং এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
Leave a Reply