কফিনে করে এবার অবৈধভাবে বৃটেনে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন বুলগেরিয়ার তিন ব্যক্তি। বৃটেনের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বুলগেরিয়া থেকে আগত একটি লরিতে তল্লাশি চালিয়ে একটি কফিন থেকে তিন ব্যক্তিকে উদ্ধার করেছেন। ওই লরিতে বেশ কয়েকটি কফিনের বাক্সের মধ্যে একটির মধ্যে ভাগ্য পরিবর্তনের জন্য তিন ইরিত্রিয়ান পাড়ি জমিয়েছিলেন বৃটেনের উদ্দেশে। সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য সন্দেহজনক লরিতে মাঝে মধ্যে হার্টবিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা চালান। তবে এবার এ ডিটেক্টর নয় নিরাপত্তার সহযোগী হিসেবে নিয়োজিত একটি স্নাইফার কুকুরই তিনজনের সন্ধান বের করে। গত সোমবার উত্তর ফ্রান্স সীমান্তে সন্ধান পাওয়া কফিনে মানুষবাহী লরিটি বেশ কয়েকটি কফিন নিয়ে পশ্চিম লন্ডনে যাচ্ছিল। কফিনে তিন ব্যক্তির সন্ধান পাওয়ার পর তাদের ফরাশি সীমান্ত পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং কফিনবাহী লরিটিকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়েছে। দক্ষিণ পূর্ব লন্ডন এবং ইউরোপ সীমান্ত বাহিনীর পরিচালক পল মর্গান বলেছেন, এ ধরনের ঘটনা বেশ অস্বাভাবিক। এর আগে বাথটাবসহ বিভিন্ন বস্তুর মধ্যে মানুষকে লুকিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখেছি। আর এবার দেখা গেল কফিনের ভেতর। এ কারণেই সীমান্তে আমাদের তৎপরতা জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
Leave a Reply