সিলেট প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তাৎক্ষনিক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি নির্ধারণ করা ছিল। গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ও আবাসিক হলে ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীর ওপর চোরাগোপ্তা হামলা এবং ছাত্রলীগের একাংশ ধর্মঘট ডাকে। এমন অবস্থায় এক সপ্তাহ আগেই গ্রীষ্মকালীন ছুটি দিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
Leave a Reply