প্রযুক্তি আকাশ: অনেক জল্পনা কল্পনা এড়িয়ে অবশেষে বাংলাদেশের প্রযুক্তি বাজারে পর্দাপন করছে বহুল আপেক্ষিত মোবাইল ফোন সামসাং গ্যালাক্সি এস ফোর। অপেক্ষার প্রহর শেষে ব্যবহারকারীদের নাগালে পৌছে দিতে ১৮ মে থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি সিরিজের নতুন এই স্মার্টফোনটি।
স্যামসাং সূত্র জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনাঢ়ম্বড় অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। বর্তমান বাজারে প্রচলিত বিভিন্ন আধুনিক সফটওয়্যার সম্বলিত সুবিধাসহ অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল তথ্য সংরক্ষণের সুবিধা।
স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের বাজারে এ স্মার্টফোনটির দাম হবে ৬৭ হাজার ৫০০ টাকা। ব্যবহারকারীদের পচন্দ অনুযায়ী সাদা ও কালো এ দুটি রঙে হালকা-পাতলা এ স্মার্টফোনটি পাওয়া যাবে বাজারে। এই স্মার্টফোনটিতে এয়ার জেশ্চার ও স্মার্ট স্ক্রল নামের বিশেষ প্রযুক্তিগুলো রয়েছে। উচ্চ এন্ড বা দামি স্মার্টফোন হিসেবে আন্তর্জাতিক বাজারে এরমধ্যেই সাড়া ফেলেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের তৈরি এ স্মার্টফোনটি।
Leave a Reply