স্বদেশ জুড়ে: বাংলাদেশে গার্মেন্টস ভবনের নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তা ও এর অগ্নিনিরাপত্তা বিষয়ক চুক্তি করতে সম্মত হয়েছে দেশের তৈরী পোশাকের বড় ক্রেতা এইচঅ্যান্ডএম। শ্রমিক গ্রুপগুলোর জোট সমর্থিত ইন্ডাস্ট্রিয়াল নামে পরিচিত এই চুক্তিতে স্বাক্ষর করতে সম্মতি জানিয়েছে এইচঅ্যান্ডএম। অনলাইন ইউএসএ টুডে’তে প্রকাশিত রিপোর্টে গতরাতে এ কথা বলা হয়।
এদিকে, একইভাবে একই বিষয়ে চুক্তি করার কথা ভাবছে দেশের আরেক বড় ক্রেতা প্রতিষ্ঠান জারা। জানা যায়, জনপ্রিয় ক্রেতা সংস্থা জারার মূল কোম্পানি ইন্ডিটেক্সও এ চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছে। খুব শিঘ্রই তারা চুক্তিবদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত: গত ২৪শে এপ্রিল রানা প্লাজা ধ্বসে অধিক সংখ্যক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এ চুক্তির বিষয়ে নতুন করে জরুরি ভিত্তিতে প্রয়োজন অনুভব করে কোম্পানিগুলো। যারই ফলশ্রুতিতে এইচঅ্যান্ডএম এর পর জারা এগিয়ে আসছে। অবশ্য এরইমধ্যে অন্যান্য নামী কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিপূরণে আশ্বাস প্রদান করেছে।
Leave a Reply