আবহাওয়া ডেস্ক: বৃহস্পতিবার সকাল ৮টার কিছু ঘূর্ণিঝড় মহাসেন খেপুপাড়ায় আঘাত হানে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি পটুয়াখালীতে প্রথম আঘাত এনেই প্রবল বেগে এটি কক্সবাজারের দিকে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টির আঘাতে বহু কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন ভাটার সময় হলেও পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে, দুর্গম চরাঞ্চল রাঙ্গাবালি উপজেলার চর বাংলা সাইক্লোন শেল্টার সেন্টারে শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।
লতাচাপলি ইউনিয়নের মাত্র একটি সাইক্লোন শেল্টার সেন্টার থাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে ভারি বর্ষণসহ প্রচণ্ড বেগে ঝড় বইতে শুরু করলে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক মোল্লার নেতৃত্বে এ ইউনিয়নের বাকি প্রায় ৩০ হাজার মানুষ কুয়াকাটা শহরের শতাধিক হোটেল-মোটেলে আশ্রয় নিয়েছে।
সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে হাওলাদার বাড়ির মো. আনিস হাওলাদার নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে আহত হয়েছেন। ওই ইউনিয়নের পল্লী চিকিৎসক আব্দুল খালেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply