বিনোদন ডেস্ক: রণবীর-ক্যাটরিনাগত নভেম্বর মাসে মুম্বাইয়ের কার্টার রোডে এক বাড়িতে ওঠার পর থেকে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এবার শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে ক্যাটরিনার মায়ের সঙ্গে আলাপ-আলোচনার জন্য লন্ডন গেছেন রণবীর।
তিনি সেখানে ক্যাটরিনাকে আজীবনের সঙ্গী হিসেবে চাইবেন তাঁর মায়ের কাছে। এর পরপরই নিউইয়র্কে বাগদান পর্ব সারবেন রণবীর-ক্যাটরিনা। আর রণবীর অভিনীত বোম্বে ভেলভেট ছবিটি মুক্তির পর গাঁটছড়া বাঁধবেন বলিউডের আলোচিত এ তারকা যুগল। নতুন বছরকে বরণ করে নিতে লন্ডন থেকে নিউইয়র্ক যাবেন রণবীর। তাঁর সঙ্গে ক্যাটরিনাও থাকবেন। নতুন বছরে নিউইয়র্কে প্রিয়তমার অনামিকায় বাগদানের আংটি পরিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছেন রণবীর।
মুম্বাইয়ের কৃষ্ণরাজ বাংলো বাড়িতে ঘটা করে এবারের বড়দিন উদযাপন করেন রণবীর। সেখানে ক্যাটরিনার থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য লন্ডন উড়াল দেন ক্যাট। বড়দিন উদযাপন শেষে রণবীরও উড়াল দেন লন্ডনে। সেখানকার হিথ্রো বিমানবন্দরে নামার পর অটোগ্রাফ নেওয়ার পাশাপাশি তাঁকে ক্যামেরাবন্দী করেন তাঁর কয়েকজন ভক্ত। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।